মেদিনীপুর শহরের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী হায়দার আলির উদ্যোগে স্থানীয় রবীন্দ্র নিলয়ে প্রবাদ প্রতিম আধুনিক রবীন্দ্র সংগীত শিল্পী, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় প্রতিকৃতি স্থাপিত হলো আজ বিকেলে 5.30 মিনিটে আবরণ উন্মোচন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রী জয়ন্ত সাহা মহাশয়, এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক জগবন্ধু অধকারী. লক্ষ্মণ চন্দ্র ওঝা. আমিও পাল. বিদ্যুৎ পাল. জয়ন্ত মন্ডল প্রমুখ. স্লেট পাথরের তৈরী হেমন্ত বাবুর অবখ্য মূর্তি টি তৈরী করেন ঝাড়গ্রাম এর প্রখ্যাত শ্লেট শিল্পী শ্রী সুবীর বিশ্বাস.