May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মুজিবুর রহমানের 100 বছর জন্মদিন পূর্তি উপলক্ষে সাইকেল রালি

মালদা : দেশভাগ হলেও দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে, বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০০ বছর জন্মদিবস পূর্তি উপলক্ষে বিএসএফের উদ্যোগে একটি মৈত্রী সাইকেল রেলির আয়োজন করা হয়।
১০ ডিসেম্বর বিজিবি এবং বিএসএফের ১৫ জনের একটি দল পানিতর বিওপি থেকে সাইকেল চেপে যাত্রা শুরু হয়।
১৭ মার্চ পর্যন্ত চলবে এই মৈত্রী সাইকেল রেলি। শেষ হবে মিজোরামে।
সীমান্ত এলাকা জুড়ে চলবে এই যাত্রা।
মৈত্রী সাইকেল রেলিতে অংশ গ্রহনকারী বিজিবি এবং বিএসএফদের সম্বর্ধনা দেওয়া হয় মহদিপুর সীমান্ত এলাকায়।
বিএসএফের ২৪ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সম্বর্ধনা দেওয়া।
উপস্থিত ছিলেন, বিএসএফের ডিআইজি সঞ্জয় গৌড়, বিজিবির ১৯ নং ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডেন্ট মাহমুদ সেখ, পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ অন্যান্যরা।