June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মুক্তির প্রাক্কালে রাজ্যসভায় প্রদর্শিত হওয়ার সুবাদে নতুন মাইলফলক গড়েছিল ‘আমার বস’

মুক্তির প্রাক্কালে রাজ্যসভায় প্রদর্শিত হওয়ার সুবাদে নতুন মাইলফলক গড়েছিল ‘আমার বস’। তার মাঝেই শহরের অলিন্দে দুটি খ্যাতনামা প্রেক্ষাগৃহে স্লট না পাওয়ার অভিযোগ করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে রিলিজের পয়লা দিনের অঙ্ক গোটা চিত্রটাই বদলে দিল। ৯ মে মুক্তি পেয়েছে এই ছবি। আর শনিবারই উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, প্রথম দিনেই এগারো হাজার দর্শক ‘আমার বস’ দেখে ফেলেছেন।

নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা মানেই বাস্তব সমাজের দলিল। নতুন ভাবনাচিন্তা কিংবা সমাজকে নতুন বার্তা দিতে পরিচালকদ্বয়ের জুড়ি মেলা ভার। আর সেই ভাবনায় ভর করেই ভিন্নস্বাদের সিনেমা উপহার দিয়ে বরাবর দর্শকদের মন কেড়ে এসেছেন তাঁরা। ‘আমার বস’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বৃদ্ধ মা-বাবাদের জন্য ‘ডে কেয়ার হোম’ খোলার ভাবনা ‘আমার বস’ সিনেমাটির গল্পের অন্যতম ইউএসপি। শুক্রবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবি। আর রিলিজের চব্বিশ ঘণ্টার মধ্যেই দারুণ সাড়া ফেলে দিয়েছে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা। ‘বুক মাই শো’র হিসেব বলছে, মাত্র এক দিনে প্রায় সাড়ে ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে।