October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মুক্তির আগেই বিতর্কে জড়াল ছপাক

মুক্তির আগেই বিতর্কে জড়াল ছপাক। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে তৈরি এই ছবি, নাম ছপক৷ এই সিনেমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আদালতে। সূএের খবর, অভিনেএী দীপিকা পাডুকনের সিনেমার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আইনজীবী অপর্ণা ভাট। তবে এবিষয় মুখ খোলেননি দীপিকা পাডুকন৷ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের হয়ে অনেকদিন ধরে মামলায় লড়ছেন আইনজীবী অপর্ণা ভাট। অথচ এই সিনেমায় কোথায় লক্ষ্মী অগরওয়াল কিংবা অপর্ণা ভাটের নাম করে কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি৷ সেই কারনে আদালতের দারস্থ হয়েছেন তিনি। অন্যদিকে ছপাক-এর প্রোমোশনে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখানে জেএনইউয়ে ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের উপর হামলার পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই অভিনেএীর জেএনইউ যাওয়া কে কেন্দ্র করে শুরু হয়ে যায় জোর জল্পনা৷ সবকিছু মিলিয়ে মুক্তির আগে এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দীপিকা পাডুকনকে নিয়ে৷