June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ ছোলা নিম্নমানের, ক্ষুব্ধ অভিভাবকরা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মিড ডে মিল প্রকল্পে রাজ্যের স্কুল গুলিতে চাল, আলু, ছোলা, সাবান ও মাস্ক দেওয়া শুরু হয়েছে বহুদিন আগে থেকেই।তবে ছোট বাচ্চাদের খাদ্য সামগ্রী হিসাবে ছোলাকে গুরুত্ব দেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ছোলা দিতে গিয়ে শিক্ষকদের চোখ রীতিমতো ছানাবড়া।কারন যে ছোলা তাদের ব্লক থেকে সরবারহ করা হয়েছে তা রীতি মতোই নিম্নমানের।এমন টাই ছবি ধরা পড়লো কোলাঘাট ব্লকের যোগীবেড়- কুমারহাট স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার মাইতি জানান, আজ সকালে ছাত্র ছাত্রীদের বরাদ্দকৃত ছোলা বস্তা থেকে প্যাকেট করার সময় দেখাযায় দীর্ঘদিনের ছোলা ছত্রাকে জমাট বেঁধে পরিপূর্ণ। ফলে ছোট বাচ্চাদের এই খাদ্য পরিবেশন একে বারেই অযোগ্য। তবে এবিষয়ে বিডিও দপ্তরে দায়িত্ব প্রাপ্ত আধিকারিককে বিষয়টি জানালেও কোন সমাধানসূত্র মেলেনি। ফলে আজ বিদ্যালয়ে অন্যান্য খাদ্য সামগ্রী বিলি হলেও ছোলা দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় অবিভাবকেরাও রীতিমতো ক্ষুব্ধ।