July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মিড ডে মিলে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো মিড ডে মিলে নিম্নমানের খাদ্য সামগ্রী দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল এলাকার মানুষ, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত শ্যাম সুন্দরপুর পাটনা গ্রামে অঙ্গনওয়াড়ি স্কুলে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছাত্র-ছাত্রীদের নিম্নমানের চাল ডাল সহ বিভিন্ন নিম্নমানের খাদ্য সামগ্রী, এলাকাবাসীর দাবি লকডাউন এরপর থেকেই এই অঙ্গনারী স্কুলের দিদিমণি প্রায় তিন বার এই রকম খারাপ চাল ডাল ও পচা আলু বাচ্চাদের দিয়ে যাচ্ছেন যা বাচ্চাদের খুব বড় বিপদ আনতে পারে। এমনকি দু কেজি চালের জায়গায় ১ কেজি ৫০০ গ্রাম চাল দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষিকাদের বিরুদ্ধে। ছাত্র-ছাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ার কথাও বারবার উঠে এসেছে। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি ছাত্র-ছাত্রীকে ২ কেজি করে চাল ও ৩০০ গ্রাম ডাল দেয়ার কথা ঘোষণা করা হয়ে ছিল কিন্তু এখানে চিত্রটা একটু অন্য ধরনের এখানে দিদিমণি প্রায় ৭৫ কেজি ডাল স্টক করে রেখেছেন এবং সেগুলি খারাপ প্রশ্ন একটাই বর্তমানে ওই স্কুলে ৩৩ জন ছাত্র ছাত্রী ও ৯ জন গর্ভবতী মহিলা রয়েছেন। বছরে ওনার ডাল খরচ ৭৫ কেজি কিন্তু এখনো পর্যন্ত স্টকে ওনার কাছে ৭৫ কেজি ডাল পুরোটাই পড়ে রেয়েছেন সাধারণ মানুষের প্রষ্ন এতো ডাল এলো কোথা থেকে |