May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা নালাগোলা রাজ্যে সড়কের আইহো স্যান্ডের উপরে বাস বন্ধ করে পথ অবোধ করে বাস চালক ও কন্ডাক্টররা

মালদাঃ- হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্যে সড়কের আইহো স্যান্ডের মালদা নালাগোলা রাজ্যে সড়কের আইহো স্যান্ডের উপরে বাস বন্ধ করে পথ অবোধ করতে থাকে বাস চালক ও কন্ডাক্টর সহ খালাসিরা | বাস চালকদের অভিযোগ শনিবার সন্ধ্যায় বাসের কন্ডাক্টর ও বাসের খালাসিকে মারধর করা হয় পরে আবার রবিবার সকালে মারধর করে।তার জেরে রবিবার দশ টা নাগাত বাস বন্ধ করে পথ অবোধ করে দোষীদের শাস্তি দাবি তুলে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ অবশেষ পুলিশের তরফে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে।অবশেষে বাস চালকরা রাজ্যে সড়কের মধ্যে থেকে বাস সরিয়ে নেই।বাসের খালাসি কৃষ্ণ রায় বলেন গত শনিবার এক গাড়ি চালক মাস্ক পরে থাকায় চিন্তে না পেরে তার কাছে ভারা নেওয়ায় মারধর করাহয়।রবিবার সকালে আবারো চার পাঁচ জন বাসে উঠে আবারো মারধর করা হয়।দোষীদের শাস্তির দাবিতে আইহো বাস ষ্টান্ডে বাস বন্ধ করে পথ অবোধ করা হয়েছে অবশেষে হবিবপুর থানার পুলিশ আশ্বাসে দুই ঘন্টার পড় পথ অবোধ তুলে নেওয়া হয়।