মালদাঃ- মানিকচক থানার পুলিশ একটি আম বাগান থেকে উদ্ধার করলো একটি উট। পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ মানিকচকের মোহনা এলাকার লক্ষ্মীপুরে একটি আম বাগানের মধ্যে মালিক বিহীন একটি উট বেধে রাখা ছিলো, কয়েক ঘণ্টা ধরে একটি গাছে সাথে বাধা রাখা হয়েছিলো উট টিকে। মানিকচক থানার পুলিশ খবর পেয়ে উট টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ইতিমধ্যে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে উট টি আমবাগানে আসলো বনদপ্তর এ খবর দিয়েছে বনদপ্তর হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।