July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মালদহের হরিশ্চন্দ্রপুর এ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

মালদা : এয়ার ইন্ডিয়া,রেল,ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা কে বেসরকারিকরণের পথে হাটছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলো, আর কেন্দ্র সরকার বিরোধী যে কোনো আন্দোলনে অন্যতম মুখ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নোটবন্দি থেকে এনআরসি যে কোনো বিষয়তেই রাজ্য জুড়ে প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস, এবার কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে প্রতিবাদে সরব হল তৃণমূল কগ্রেস, আর তারই অঙ্গ হিসেবে আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ অবস্থানের মাধ্যমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলো হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেস|

উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন, দাপুটে যুব নেতা বুলবুল খান, জেলাপরিষদের শিশু,নারী ও ত্রাণ কর্মাধক্ষ্যা মর্জিনা খাতুন,তৃণমূল নেতা জিয়াউর রহমান সহ অন্যান্য ব্লক নেতৃত্ব |

দাপুটে যুবনেতা বুলবুল খান বলেন, ” রাজ্যের প্রতি বৈষম্য করছে কেন্দ্র, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরন করা হচ্ছে, তারই বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি | “

প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তাজমুল হোসেন বলেন , ” কেন্দ্র সরকার যেভাবে সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করতে চাইছে তা দেশের জন্য খুব ভয়ঙ্কর, রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম, এখন পোস্ট অফিস থেকে ব্যাংক কে বেসরকারি করে দিতে চাইছে, তাই আবার প্রতিবাদে সরব হয়েছি, যেভাবে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করবো | “