নিজস্ব প্রতিনিধি, বালুরঘাটঃ ইতিমধ্যে উত্তরবঙ্গে করোনা থাবা বসিয়েছে। কিন্তু সোসাল ডিসটেন্স বা সামাজিক দুরত্ব বজায় রাখার বিধি নিষেধ মেনে চলার বালাই নেই সাধারন মানুষের মধ্যে। এমন চিত্র রবিবার দেখা গেল বালুরঘাট শহরে। অথচ এই সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে সাধারন মানুষ নিজেদের নিত্য দিনের মাছ মাংস থেকে সবজি কিনতে পারে তার জন্য গাদাগাদি করে থাকা পুরো বাজার বন্ধ করে শহরের প্রান কেন্দ্র বালুরঘাট হাই স্কুল ময়দানে সেই বাজারটি উঠিয়ে এনেছে বালুরঘাট পুরসভা পক্ষ থেকে। এমনকি ক্রেতারা যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে সবজি, মাছ ও অনান্য জিনিস কিনতে পারেন তার জন্য চুন দিয়ে গোলাকার বৃত্ত একে দিয়েছেন। কিন্তু কে কার কথা শোনে। অথচ সবাই চায় এই ভীড়ের থেকে তাড়াতাড়ি কেনাকাটা সেরে বাড়ি ফিরে যেতে। রবিবার থেকে বালুরঘাট হাইস্কুল ময়দানে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা এগারোটা অবদ্ধি এই বাজার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত বলে পুরসভা সুত্রে জানা গেছে।