স্রষ্টা ও সৃষ্টির অনবদ্য মিশেল যে কালজয়ী ইতিহাস তৈরি করে তার উজ্জ্বলতম নিদর্শন সত্যজিৎ রায় ও ফেলুদা। আর বাঙালির অমূল্য মানিকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঙালির নস্ট্যালজিয়াকে আরও একবার উসকে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর ‘ফেলুদা ফেরত’ সিরিজের টাইটেল সং। এ প্রসঙ্গে সৃজিত বলেছেন ফেলুদাকে ফেরত নিয়ে আসার সূচনা করার এর থেকে ভাল দিন বোধহয় হত না।
ফেলুদার স্রষ্টা মহারাজের শতবর্ষে তাঁকে সেলাম জানিয়ে প্রকাশ্যে এল ওয়েব সিরিজের গান। গানের সুর দিয়েছেন জয় সরকার। লিখেছেন শ্রীজাত। অনুপম রায়, রূপম ইসলাম আর রূপঙ্কর বাগচী, বাংলার তিন খ্যাতনামা গায়ক মিলে গেয়েছেন এই গান। এই সিরিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী। তোপসের ভূমিকায় আনকোরা মুখ কল্পন মিত্র। আর জটায়ু হিসেবে ধরা দেবেন ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী।