December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মানসিক ভারসাম্যহীন যুবককে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে


নিজেস্ব প্রতিনিধি, বুধবার দিনভর মানসিক ভারসাম্যহীন যুবককে বেধড়ক মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গড়ফার মণ্ডলপাড়ায়! ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। এরপর রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ঘরেই। বেশ কিছুক্ষণ পর অবস্থা বেগতিক বুঝে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের আটক করতে পুলিশ ওই এলাকায় গেলে স্থানীয় বাধার মুখে পড়তে হয় তাঁদের। উত্তেজিত জনতা অভিযুক্তদের তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। তাতে সম্মতি না দেওয়ায় আক্রান্ত হন পুলিশ আধিকারিকরা। গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে