মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবতী।চাঞ্চল্য গঙ্গারামপুরের রাধানগর এলাকায়।ঘটনার পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর মৃতা যুবতীর নাম নাম রেভিকা পারভীন (১৮) .বাড়ি গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায়।জানা গেছে রাধানগর এলাকার বাসিন্দা আবুল মিয়া পেশায় একজন কৃষক। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই মেয়ে। জানা গেছে বড় মেয়ে রেভিকা পারভীন দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর।বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। দীর্ঘক্ষণ পরে পরিবারের লোকজনের ডাকে সারা না দেওয়ায় সন্দেহ হয় পরিবারের। এরপরেই ঘরে ঢুকতেই যুবতীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।এরপরেই খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানেই কর্তব্রত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে যুবতীকে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।