মাধ্যমিক পরীক্ষায় ফের প্রশ্নপত্রের ‘নিরাপত্তা’ নিয়ে জেরবার শিক্ষা দফতর। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপরে কড়া নির্দেশিকা জারি করেছে পর্ষদ। কিন্তু তা স্বত্বেও মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিছু লোক, বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূএের খবর, শিক্ষামন্ত্রী বলেন,”মাধ্যমিক চলাকালীন অশান্তি তৈরির চেষ্টা চলছে। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাজভবন।