March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মাথা নাড়া কর্মসূচি বিজেপির

সনাতন গরাই, পশ্চিম বর্ধমান::মাথা নাড়া কর্মসূচি বিজেপির। সাত দফা দাবিকে সামনে রেখে দুর্গাপুর সিটি সেন্টারে মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ। এদিন প্রায় ৪০জন তফসিলি মোর্চার বিজেপি কর্মী সমর্থকরা মাথা মুন্ডন করে। তপশিলি জাতি দের সঠিক পাওনার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপি নেতৃত্বরা।বিক্ষোভ কর্মসূচিতে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত ছিল। তৃণমূল সরকারের দুর্নীতিগ্রস্থ কাজের বিরুদ্ধে এদিনের মঞ্চ থেকে তুমুল প্রতিবাদ জানায় বিজেপি কর্মীরা। দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ৭দফা দাবির স্বারকলিপি তুলে দেওয়া হয়। অবিলম্বে তফসিলি জাতীদের দাবি মানার কথা জানানো হয়।