July 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মাটির নিচ থেকে ঠান্ডা গ্যাস ও জল বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোতোয়ালিতে

মালদা,ঃ-হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা গ্যাস ও জল বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পড়লো মালদার ইংরেজবাজারের কোতোয়ালিতে। বুধবার দুপুর দুটো নাগাদ কোতোয়ালির নতুন বাজার এলাকায় হঠাৎই মাটির নিচ থেকে ঠান্ডা গ্যাস বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই মাটির নিচ থেকে অনোবরতো জল বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে বিভিন্ন এলাকার বাসিন্দা ছুটে আসে দেখতে পরে জানা যায়, অবশেষে জানতে পারে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপ ফেটে যাওয়াতেই ওই ঘটনা ঘটে। এলাকার বাসিন্দা বলেন হঠাৎ বিকট আওয়াজ হয়ে মাটির নিচ থেকে প্রথমে প্রচুর বাতাস বেরতে থাকে পরে আবার ঠান্ডা জল বেরতে থাকে তা দেখে আতঙ্কিত হয়ে পরে এলাকার বাসিন্দারার।