September 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মাঝরাতেই ইনস্টাগ্রামে বিয়ের কার্ড পোস্ট করলেন দেব

মাঝরাতেই সকল ভক্তদের নতুন চমক দিলেন অভিনেতা দেব। ইনস্টাগ্রামে বিয়ের কার্ড সঙ্গে লাজুক ছবি পোস্ট করলেন দেব। ঘটনাটির পর থেকেই ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি কার বিয়ের কার্ড। সোমবার রাতে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিফোর এনিওয়ান লিক…’ এরপর তিনি আরও লিখেছেন, আপনাদের আশীর্ব্বাদ চাই। সঙ্গে ইমোজী। এরপরেই হইচই পরে যায় নেটদুনিয়ার ফ্যানমহলে। দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব এবং রুক্মিনী। একসঙ্গে কাজও করেছেন অনেক। তাই পাত্রীটি কে বুঝতে অসুবিধা হয়নি ভক্তদের। ইতিমধ্যেই পোস্টটির পর থেকে কমেন্টের ঝর বয়ে যাচ্ছে সোশ্যালমিডিয়ায়। প্রিয় অভিনেতার বিয়ে কবে আর পাত্রীটাই কে এরকম একাধিক প্রশ্নের ঝোলা ভক্তদের। কিন্তু এবিষয়ে দেব কোন উত্তরও দেয়নি। তবে এটা অভিনেতার পরবর্তী সিনেমার লঞ্চ নাকি সত্যিই তিনি বিয়ে করছেন তার উত্তর দেবে সময়।