মাছ ধরতে গিয়ে বাজ পরে মৃত্যু হল এক কিশোরের।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে।ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকায়। পুলিশি সূত্রে খবর মৃত কিশোরের নাম জয়জিৎ রায় (১৩) বাড়ি গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায়। পরিবার সূত্রে খবর মৃত কিশোর সর্বমঙ্গলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র । তার বাবা মা পেশার তাগিতে ভিন্ন রাজ্যে থাকেন। ছোটবেলা থেকেই জয়জিৎ কাকু কাকিমার সাথেই থাকতো। জানা গেছে শুক্রবার সকালে বৃষ্টি চলাকালীন বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল কিশোর। সেই সময় বাজ পরে জলে ডুবে যায় কিশোর। ঘটনার কয়েক ঘন্টা পরে এক ব্যাক্তি মাছ ধরতে গিয়ে দেখতে পায় কিশোরের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।এরপরেই পরিবাদের লোকজন কিশোরের দেহ নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কিশোরকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার পর এই শোকের ছায়া নেমে আসে পরিবারসহ এলাকাজুড়ে। শনিবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মৃত কিশোরের এক আত্মীয় জানিয়েছেন।