নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- যে হারে মহামারী ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে জেলা জুড়ে, ইতিমধ্যেই আতঙ্কের মধ্যে রয়েছে গোটা রাজ্য বাসী, ইতিমধ্যেই প্রশাসনের তৎপরতায় এই মহামারী যুদ্ধে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসন তৎপর হয়ে উঠেছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অটোমেটিক মেশিনের দ্বারা স্যানিটাইজার চলছে বেশ কয়েকদিন ধরে, জানা গেছে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সমীর উদ্দিনের উদ্যোগে নেয়া হচ্ছে এই কর্মসূচি, তিনি বলেন পরবর্তী পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে স্যানিটাইজার করা হবে, অন্য দিকে কোলাঘাট ব্লকের বরিশা গ্রামে মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যানিটাইজার এর মাধ্যমে জীবাণু মুক্ত করা হচ্ছে গোটা গ্রাম, মূলত এই ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যেই এই উদ্যোগ।