নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সারা জেলার সঙ্গে তাল মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় দিনের পর-দিন হু হু করে বাড়ছে মহামারী ভাইরাসের সংক্রমণ, এই মতো অবস্থায় যথেষ্ট তৎপর রয়েছে ব্লক প্রশাসন, এই মহামারী ভাইরাসের মোকা বিলায় নেওয়া হচ্ছে একের পর এক কর্মসূচি, তার পাশাপাশি এলাকার মানুষকে নানান কর্মসূচির মধ্য দিয়ে সচেতন করা হচ্ছে, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কোলাঘাটের এক অনুষ্ঠানে এসে কোলাঘাটের বিডিও মদন মন্ডল করনা সম্বন্ধে বলতে গিয়ে একাধিক সচেতনতা বার্তা দিল সাধারণ মানুষকে, তার পাশাপাশি তিনি আরও বার্তা দেন বহু সংক্রমণ মানুষের মধ্যে দেখা গেল কিছু কিছু মানুষের মধ্যে এই ভাইরাসের কোনো উপসর্গই নেই, সেক্ষেত্রে যাদের উপযুক্ত ঘর রয়েছে তারা বাড়িতেই চিকিৎসা করাতে পারেন, আর যাদের সেই রকম পরিবেশ নেই তাদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে, অন্যদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু জানান দিনের পর দিন ক্রমশই থাবা বসাচ্ছে করোনা সংক্রমণ, এই পরিস্থিতিতে এই এলাকার মানুষের উদ্দেশ্যে বলব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, বাইরে বাইরে বেরোলে অবশ্যই মুখে মাক্স ব্যবহার করুন, এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন এটাই আশা রাখবো, হঠাৎ করোনা নিয়ে যথেষ্ট তৎপর যে ব্লক প্রশাসন তা বলার অবকাশ রাখে না।