নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারী ভাইরাসের প্রতিরোধে ইতিমধ্যেই যেমন তৎপর স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন, তেমনি বিভিন্ন সমাজ সেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব সংগঠন গুলি ও সাধারণ মানুষের জন্য নেমে পড়েছে ময়দানে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের এক সমাজ সেবী সংগঠনের উদ্যোগে এবং ক্লাব সংগঠনের সহযোগিতায় এলাকার দুস্থ পরিবারের কথা মাথায় রেখে তাদের খাদ্য সামগ্রীর ভাষা ভাষী মহামারি ভাইরাস প্রতিরোধক আর্সেনিক এলবাম থার্টি প্রদান করা হয়, জানা গেছে এই দিন শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় এইসব সামগ্রী, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দদুলাল মাইতি, বিকাশ চন্দ্র বেদ, সত্যব্রত মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। তবে এই সহানুভূতি দিকে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার মানুষ।