May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যদিও পুজোর মুখে অগত্যা বিজেপি কর্মীদের দুধের স্বাদ ঘোলেই মেটাতে হল! যদিও এদিন শিলিগুড়িতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে নাড্ডা অভিযোগ করেন, কেন্দ্রের সমস্ত জনমুখী প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। আর সেই সূত্রেই বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করেন, আগামী বছর এপ্রিলে এ রাজ্যে ক্ষমতায় এসেই রাজ্য কৃষি আইন ও কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে বিজেপি।

তাঁর কথায়, ‘কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে রাজ্যের গরিব মানুষদের বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে বলছি, বিজেপিকে ক্ষমতা আনুন, ঠিক তার একমাসের মধ্যে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পেয়ে যাবেন।’ তাঁর কথায়, ‘নরেন্দ্র মোদী সরকারের নীতিই হল ‘সবকা সাথ সবকা বিকাশ’। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই।