July 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মন্দিরের তালা ভেঙ্গে চুরি শীতলা মায়ের গহনা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে শীতলা মূর্তির গায়ের গহনা চুরি করে পালাল দুষ্কৃতিরা। প্রনামি বাক্স ভেঙে টাকা পয়সা সহ পূজার নানান সামগ্রীর সাথে শীতলা মূর্তির গায়ের সমস্ত গহনা খুলে নিয়ে চম্পট দেয় চোর। মন্দির কর্তৃপক্ষ জানায় ৭ ভরি সোনা এবং প্রায় ১০০ ভরি রুপোর গহনা দিয়ে শীতলা মা এর মূর্তি সাজানো ছিল। সেই সমস্ত গহনা খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। চুরি যাওয়া মন্দিরের প্রনামী বাক্সের টাকা সহ নানান কাঁসার আসবাবপত্রের পাশাপাশি সোনা রুপার গহনা মিলে মূল্য দাঁড়ায় প্রায় ৪ লক্ষ্য টাকা।
শুক্রবার কোজাগরী লক্ষ্মী পূজা, আর সেই দিনই সাত সকালে মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। খবর ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ গ্রামের মানুষ জন সহ মন্দির কর্তৃপক্ষ মন্দিরে ছুটে আসেন। তাঁরা দেখেন মন্দিরের মধ্যে সমস্ত জিনিস পত্র এলো মেলো, টাকা ভর্তি প্রনামি বাক্স ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, এমকি মা-এর গায়ের গহনাও পর্যন্ত উধাও, এমতাবস্থায় স্থানীয় মানুষ জন সহ মন্দির কর্তৃপক্ষ পাঁশকুড়া থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করে। ঘটনা স্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। কে বা কারা এমন কাজ করেছে তা নিয়ে জল্পনা শুরু হয়।