মধ্যরাতে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১।
সোমবার রাত ২.৩৯-এ উখরুল থেকে ৫৫ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। তীব্রতা খুব একটা কম না-হলেও মাঝরাত হওয়ায় ঘুমের মধ্যেই অনেকেই কম্পন টের পাননি। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র একঘণ্টার মধ্যে তিন-তিন বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিজোরাম। ঘনঘন কম্পনের জেরে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তিনটি কম্পনই হয় মিজোরামের পূর্বাঞ্চলের চম্পাই জেলায়। সবক’টি কম্পন মৃদু ছিল না। রিখটার স্কেলে সর্বনিম্ন ৩.৬ থেকে সর্বোচ্চ ৫.৩ মাত্রার কম্পন ধরা পড়ে। তবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। প্রাণহানির খবরও শোনা যায়নি।