নিজেস্ব প্রতিনিধি মালদাঃ বর্তমান লকডাউন পরিস্থিতিতে মধুচাষিদের নিজস্ব এলাকায় অভাব দেখা দিচ্ছে ফুলের। মধু সংগ্রহ করার জন্য পরিমান ফুল না থাকায় এই সময় মধু চাষিদের পাড়ি দিতে হয় ভিন্ন জেলায়। কিন্তু ভয়ে রয়েছে করোনা ভাইরাস ছড়িয়ে পরার। তার জেরে মাথায় হাত হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের মধু চাষিদের। লক ডাউনের ফলে এলাকার বাইরে যেতে না পেরে তাদের নিজেদের অর্থ খরচ করে এখন মৌমাছিদের বাচিয়ে রাখতে চিনি কিনে খাওয়াতে হিমসিম খাছে মধু চাষিরা। এদিন আইহোর মধু চাষি রঞ্জন কুমার সাহা বলেন, এই সময় মধু বাক্স নিয়ে মেদিনীপুর, পুরুলিয়া দিকে প্রচুর তিল চাষ হয়। ওই দিকে তিলের ফুলের মধু পাওয়া যায়। কিন্তু লক ডাউনে ফলে যান চলাচল বন্ধ। ফলে সেখানে যাওয়ার বেশ সমস্যা রয়েছে। পাশাপাশি তিনি জানান, এখানে অনেকেই রয়েছে মধু ব্যবসায়িক। এই সময় প্রায় দুই লক্ষ টাকার বেশি আয় হতো আমাদের। কিন্তু এখন নিজের টাকা খরচ করে মৌমাছি বাচিয়ে রাখতে হছে চিনি খাইয়ে। সপ্তাহে প্রায় চিনি খাওয়াতে হয় দুই কুন্টাল। এই পরিস্থিতিতে কাজকর্ম সব বন্ধ কি করে মৌমাছির খাবার যোগান দেবো বুঝে উঠতে পারছি না।