July 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার বিগ বস ১৩-র প্রতিযোগীর বান্ধবী

পাঁচতারা হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল বিগ বস ১৩-র প্রাক্তন প্রতিযোগী আরহান খানের বান্ধবী অমৃতা ধানোয়াকে৷ সূত্রের খবর, গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেলে পার্টি চলছিল। সেখানে উপস্থিত ছিল আরহান খান ও তাঁর বান্ধবী অমৃতা ধানোয়া, রিচা সিং নামে আরও এক অভিনেত্রীসহ আরও কয়েকজন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায়। অন্যদিকে ঘটনাস্থলে যে পুলিশ আসছে এটা আন্দাজ করতে পেরে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে অমৃতা ধানোয়া। কিন্তু সকল চেষ্টায় জল ঢেলে হাতেনাতে অমৃতাকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি রিচা সিং নামে আরও এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়৷ তাঁকে পুলিস হেফাজতে রাখা হয়েছে বলে খবর।