মদ বন্ধ করার দাবিতে পথে নামলেন এলাকার মহিলারা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর তিন নাম্বার ওয়ার্ডের মজলিশপুর এলাকার দুর্গা মণ্ডপের সামনে এলাকার মহিলারা পথে নামলেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় আধাঘণ্টা ধরে। মহিলাদের দাবি রয়েছে এলাকাতে চার থেকে পাঁচটি বাড়িতে মদ বিক্রি হচ্ছে ও কয়েকটি দোকানে কয়েকটি বাড়িতে মদ বানানো হচ্ছে। বেআইনিভাবে মদ বিক্রি ও বানানো বন্ধের দাবিতে এলাকার মহিলারা পথে নামে উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমার বিশেষ রিপোর্ট।
এলাকার মহিলারা বলেন অবেধ্য ভাবে মদ বানানো ও বিক্রি বন্ধ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন কালিয়াগঞ্জ সহরে পথ অবরোধ বিক্ষোভ দেখাবেন। কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের আবেদনের পথ অবরোধ তুলে নেয় এলাকার মহিলার। এখন দেখার বিষয় মদ বিক্রি বন্ধ হবে না চালু থাকবে অপেক্ষা।