October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য প্রাণ গেল এক সাইকেল আরোহীর

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য প্রাণ গেল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে রাত ৮টার সময় তমলুক-ঠেকুয়া রাজ্য সড়কের সাউতানচক এলাকায়। জানা গিয়েছে তমলুকের দিকে আসা চালক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে আসছিল মারুতি গাড়িটি। একাধিক জায়গায় দূর্ঘটনা ঘটিয়ে সাউতানচক এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মারে। ঘটনা স্থলে সাইকেল আরোহীর মৃত্যু হয়। মারুতি চালক গাড়ির মধ্যে আটকে রয়ে যায়। এলাকা বাসীরা গাড়ির দরজা ভেঙ্গে চালকে বের করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি চালকসহ তিন জন প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল, সেই সাথে গাড়ি মধ্যে মদের বোতল পাওয়া গিয়েছে। চালক গাড়ির মধ্যে আটকে রয়ে যায়, বাকি তিনজন পলাতক। সাইকেল আরোহীর বাড়ি নন্দকুমারের বাড়বহিচবেড়িয়া গ্রামে, নাম সুশান্ত ঘোড়াই ওই এলাকায় তেলে ভাজা কেনার জন্য বাজারে এসেছে। বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা। সুশান্ত ঘোড়াই একজন পরিযায়ী শ্রমিক। লোক ডাউন হওয়ার ফলে বাড়ি চলে আসে। বয়স আঠারো বছর। বাবা গত তিন বছর আগে মারা যান। অভাবের সংসারে হাল ধরতে বাইরে কাজ গিয়েছিল। চালকের নাম জানা যায়নি। এলাকাবাসী খুব উত্তেজিত হয়ে পড়ে ঘটনা স্থলে নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।