মদনপুরে মাথায় তাল পড়ে মৃত্যু হল এক ,চাঞ্চল্য এলাকায়।
ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের মদনপুর এলাকায়। মাঠ থেকে গরু আনতে গিয়ে মাথায় তাল পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বলে যানা যায়। নুরজাহান বেওয়া(৭০)। বাড়ি তপন থানার মদনপুরে। বৃহস্পতিবার গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভরতি করার ঘন্টা দুয়েক পর তিনি মারা যান। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।