দীর্ঘদিন দেশজুড়ে লকডাউন থাকার পর মঙ্গলবার থেকে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। যার জন্য সোমবার বিকেল চারটে থেকে অনলাইনে আইআরসিটিসি-র সাইট থেকে টিকিট বুকিং করার কথা জানানো হয়েছিল। কিন্তু বিকেল চারটে বাজতেই এত যাএী একসাথে টিকিট কাটতে শুরু করে, যার ফলে সাইট খুলতে ক্রাশ হয়ে যায়। এরপর কিছুক্ষণের জন্য সেই সাইট বন্ধ রেখে, ফের বিকাল ছয়টা থেকে টিকিট বুকিং এর কাজ শুরু হয়।
জানা গিয়েছে, এখনো পর্যন্ত মোট টিকিট বিক্রি হয়েছে ১৬ কোটি টাকার। এবং ট্রেনে যাত্রা করবেন প্রায় ৮০ হাজার যাত্রী। তবে কোভিড ১৯ এর সংক্রমনের কথা চিন্তা করেই রেল যাত্রায় বেশকিছু নিয়ম জারি করা হয়েছে রেলের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে, ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাত্রীদের স্টেশনে চলে আসতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় খাবার বা কম্বল যাত্রীদের নিজেদেরকেই আনতে হবে। এবং ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখা বাধ্যতামূলক। সব মিলিয়ে আটটি যাত্রীবাহী বিশেষ ট্রেন যাত্রা শুরু করবে মঙ্গলবার। নয়াদিল্লি থেকে শুরু করে তিনটি ট্রেন মধ্য প্রদেশের বিলাসপুর, কর্ণাটক, ব্যাঙ্গালোর স্টেশন পর্যন্ত যাত্রা করবে।