January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভয়াবহ পথ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১৬

বাস-ট্রাকের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশে। সূত্রের খবর, ঘটনার দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি দিল্লি থেকে বিহারের মোতিহারের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় এক্সপ্রেস ওয়েতে বাসটির ঠিক আগেই ছিল একটি ট্রাক। জানাযায়, আচমকাই ট্রাকটির একটি চাকার হাওয়া কমে যায়। ফলে চালক ট্রাকটি রাস্তার একদম ডানদিকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, যাতে গাড়ির চাকা বদল করা যায়। সেইসময় বাসটি দ্রুতবেগে এসে ধাক্কা মারে ট্রাকটিকে । জোরে ধাক্কা লাগায় বাসের অর্ধেক অংশ দুমড়ে মুচড়ে যায়। সেইসময় প্রায় ৪০ জন ওই বাসটিতে ছিলেন। রাত হয়ে যাওয়ায় যাত্রীরা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছিলেন।

ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছিল। চারিদিকে ভাঙা কাঁচ ছড়িয়ে। জানলা থেকে মৃত যাত্রীদের দেহাংশ বাইরের দিকে ঝুলছে। অনেকে আবার সেই জানলা দিয়ে বেরিয়ে এসে বাঁচার চেষ্টা করছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। উপস্থিত হন পদস্থ কর্তারা। প্রায় চারঘণ্টার চেষ্টায় সকলকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর আহতদের সাইফাই মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের মেডিক্যাল অফিসার বিশ্ব দীপক জানিয়েছেন, “দুর্ঘটনার পর ১৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সূত্রের খবর, পরে তা বেড়ে ১৬ জন দাঁড়ায়। আহত অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি।”তবে অনেকের অবস্থা আশঙ্কা জনক। জানাযায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।