April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের তিন প্রতিনিধি

গঙ্গারামপুর: ভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে গঙ্গারামপুরে এসে পৌঁছালেন জাতীয় মানবাধিকার কমিশনের তিন প্রতিনিধি।শুক্রবার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করার পাশাপাশি আক্রান্ত এক বিজেপি কর্মীর বাড়ি পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার কমিশনের তিনসদস্য। এদিন প্রথমে গঙ্গারামপুর ব্লক অফিসে এসে হাজির হয় জাতীয় মানবাধিকার কমিশনের তিনসদস্য। এখানে প্রশাসনিক কর্তাদের সাথে একপ্রস্তর বৈঠক করেন তারা।এরপর গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর এলাকায় আক্রান্ত এক বিজেপি কর্মীর বাড়িতে যান জাতীয় মানবাধিকার কমিশনের তিনসদস্য। যদিও সেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে পারেননি তারা।প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে গত ২৭শে এপ্রিল গঙ্গারামপুর শহরের ধর্মকাটা এলাকায় বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।এই ঘটনায় গুরুতর আহত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় মানবেশ দাস নামে এক বিজেপি কর্মীরা।অপরদিকে গত ১৭ই মে “জয় শ্রী রাম” স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়।এই ঘটনায় আক্রান্ত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন।ঘটনায় উভয়পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।অভিযোগ এই ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া আক্রান্ত ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা।জানা গেছে এই দুই ঘটনার অভিযোগের ভিত্তিতে শুক্রবার গঙ্গারামপুর আসেন জাতীয় মানবাধিকার কমিশনের তিন প্রতিনিধি।এদিন তারা প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করার পাশাপাশি আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যান।