December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভুয়ো ফোন কল রিসিভ, কন্যাশ্রীর ২০ হাজার টাকা খোয়ালেন হুগলীর ছাত্রী

ভুয়ো ফোন কল রিসিভ করে কন্যাশ্রীর ২০ হাজার টাকা খোয়ালেন হুগলীর এক ছাত্রী। বর্তমানে তরুণী হুগলি উইমেনস কলেজের প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। সূত্রের খবর, প্রতারিত ছাত্রীর বাড়ি ব্যান্ডেলের সাধুর বাগান এলাকায়। জানা গিয়েছে, ২২ ফেব্রয়ারি দুপুরে তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে।

ফোনে ছাত্রীটিকে বলা হয়, ‘এলাহাবাদ ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে খুব শীঘ্রই। আর আপনার অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা কেটে নেওয়া হবে।’ টাকা যাতে না কাটে তার জন্য কী করতে হবে জিজ্ঞাসা করায় ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে, ‘আপনার ফোনে কতগুলো ওটিপি যাবে সেগুলো বলবেন।’ প্রথমে দুই বার ওটিপি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তার অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। রিয়ার ফোনে প্রত্যেকবারই কত টাকা কাটা হয়েছে তার মেসেজ আসে। রিয়া বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। এরপর সে চুঁচুড়া সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন।