October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভার্চুয়াল সভায় কেন্দ্রকে তোপ মমতার

ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে আক্রমণ শানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এর সভায় তিনি বললেন, সিপিএমের আমলের থেকে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন। বিজেপির হাতেও বহু কর্মী খুন হয়েছে। এখন দেশজুড়ে তাণ্ডব চলছে। বাংলার দখল বহিরাগতদের নিতে দেবেন না। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে বিজেপি। মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বিজেপি তৃণমূলকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বাংলার সঙ্গে বঞ্চনা তৃণমূল মেনে নেবে না। আমফানে প্রাপ্য বাংলাকে এখনও দেয়নি কেন্দ্র। পাশাপাশি নাগরিকত্ব নিয়ে আক্রমণ শানিয়েছে দলনেত্রী। নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, এনপিআর, এমপিআর ভুলে যাব না। বাংলার কোমর ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। রেল ও কোল ইন্ডিয়াকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। উত্তরপ্রদেশের জঙ্গলরাজ চলছে, প্রমাণ লোপাট করতে এনকাউন্টার করছে কেন্দ্রীয় সরকার। গায়ের জোরে একের পর এক কালাকানুন তৈরি করছে কেন্দ্র। নির্বাচনকে রীতিমত প্রহসনে পরিণত করেছে।