কোচবিহার : গতকাল রাত থেকে ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন রাস্তায় জল এ থই থই করছে ।শহরের বিশ্ব সিংহ রোড কেশব রোড রাজ রাজেন্দ্র নারায়ণ রোড এবং রাজ বাড়ির সামনে জল জমে নদীর চেহারা নিয়েছে ।একদিকে করোনা এবং অন্য দিকে এই ভারী বৃষ্টি কোচবিহার বাসি কে নাজেহাল করে তুলছে ।