নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : অবিলম্বে ভারত বাংলাদেশ বানিজ্য চালু না হলে আন্দোলনে নামার এইঙ্গিত ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এর ।
কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানায় ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এর সম্পাদক উৎপল কুমার রায় ।
তাদের দাবি লকডাউন যেদিন থেকে চালু হয়েছে তারা সরকার এর নিয়ন মেনে সমস্ত ট্রাক চালানো বন্ধ করে রেখেছে তারপর সমস্ত বডার খুলে বানিজ্য চালু হলেও চ্যাংড়াবান্ধা য় ভারত বাংলাদেশ বানিজ্যিক দু ঘণ্টার জন্য চালু হলেও আবার বন্ধ হয়ে যায় ।
উৎপল কুমার রায় আরো বলেন তিনি জেলাশাসক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মন দু’জনকেই জানিয়েছেন তারা কথা দিয়েছেন যত তাড়াতাড়ি করা বানিজ্য চালু করা যায় সরকারি নিয়ম মেনে চালু করা হবে ।তবে ৩.থেকে ৪ দিন এর মধ্যে চালু না হলে আন্দোলন এ নামা ছাড়া কোনো পথ থাকবে না বলে জানায় ।