ভারত-চিন সীমান্ত সংঘাত আবহে এবার চিনা সংস্থার তৈরি একাধিক অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র৷ জাতীয় সুরক্ষার কারণ দেখিয়ে চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
চিনের তৈরি ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র৷ নিষিদ্ধ করা হয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার৷ তালিকায় হ্যালো, ভিমেট৷ নিষিদ্ধ করা হল ক্লিন মাস্টার, এমআই ভিডিও কল, জেন্ডার, ক্যাম স্ক্যানার, লাইকি, নিউজ ডগ নিষিদ্ধ করা হচ্ছে৷ একাধিক অ্যাপস নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র৷