নিজস্ব প্রতিনিধি মালদাঃ চিনের হানাদারদের আগ্রাসনে মৃত ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ানদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল মালদার মোথাবাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলামের নেতৃত্বে এই শহীদ স্মরণ কর্মসূচী পালিত হয়। সফিকুলবাবু সহ অনেক মানুষ মোথাবাড়ি হাইস্কুল থেকে মৌন মিছিল শুরু করেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০ মিনিটে। প্রায় আধ ঘণ্টা বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় বিডিও অফিসের সামনে। পরে চৌরঙ্গী মোড়ে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হয়। চিনের আগ্রাসন ও হানাদারদের তীব্র নিন্দা করেন সফিকুলবাবু ও সাধারণ নাগরিকরা।