আজ সাতই জুলাই লাদাখ সীমান্তে যে সমস্ত ভারতীয় জওয়ানরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে টালিগঞ্জ সমোবধি বৌদ্ধ বিহার থেকে শ্রদ্ধা নিবেদন করেন বৌদ্ধ ভিক্ষুরা । ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু এদিন জানিয়েছেন, আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ।একদিকে করোনা ,অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের আক্রমণ ।আর তাতেই লাদাখ সীমান্তে বেশকিছু ভারতীয় জওয়ান শহীদ হন ।আর ভারতীয় জওয়ানরাই আমাদের দেশকে রক্ষা করছেন। তারা নিজেদের পরিবার ছেড়ে এসে ভারতমাতার রক্ষার উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করেছেন। আর তাদের শহীদে টালিগঞ্জের বৌদ্ধ বিহার থেকে সমস্ত ভিক্ষুরা তাদের উদ্দেশ্যে আজ শ্রদ্ধা নিবেদন করেন ।মোমবাতি জ্বালিয়ে, মালা দিয়ে এবং সংকীর্তন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।এর পাশাপাশি ডঃ অরুন জ্যোতি ভিক্ষু জানিয়েছেন আজ তারা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন ।কারণ যে সমস্ত ভারতীয় যারা শহীদ হয়েছেন তারা নিজের রক্ত দিয়ে ভারতমাতাকে বাঁচানোর চেষ্টা করছেন ।তাই সেই সমস্ত জওয়ানদের জন্য তারা আজ রক্তদান শিবিরের আয়োজন করেন।