May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে দাঁতন-২ নং ব্লকে বামফ্রন্টের মহামিছিল

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আগামী ২৮ শেষ ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকে আয়োজিত হতে চলেছে ব্রিগেড সমাবেশ। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জমায়েত এক বিরাট বার্তা বহন করবে বলে মনে করছে নেতৃত্ব রা।

এই ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ নং ব্লকে খণ্ডরুই থেকে সাউরী পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন বাম নেতৃত্ব রা। তিনটি কৃষি আইন বাতিল, সকল বেকারদের কর্মসংস্থানের দাবি, বছরে ২০০ দিনের কাজ সহ একাধিক দাবীতে এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড বিপ্লব ভট্ট, মেঘনাদ ভূঞ্যা, ভাস্কর দত্ত,রতন দে, মধু ঘোড়াই, তাপস মাইতি, পিনাকী দাস, শ্রীহরি জানা শ্রীকান্ত মালী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা। ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রায় ১৫ কিমি পথ পরিক্রমা করে এই মহামিছিল।