ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। মোট ৬২ লক্ষ আক্রান্ত নিয়ে সামনে শুধু আমেরিকা।
বিগত কয়েক দিন ধরেই বিশ্বের অন্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে থাকছে ভারত। গত কয়েক দিনে ভারতে যে ভাবে নতুন সংক্রমণ বাড়ছে, তা গোটা করোনাকালে বিশ্বের কোনও দেশে হয়নি। আজও সেই প্রবণতার অন্যথা হল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ৮০২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩০ হাজার ৫১৩ ও ১৪ হাজার ৫২১ জন। ৯০ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৬২ লক্ষ ৭৬ হাজার। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪১ লক্ষ ৩৭ হাজার।