মালদা : ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মধু ঘাট এলাকায়। সেখানে দুজনকে আটক করে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, বাবর সেখ(২১), রুবেল সেখ(২১)। এই তোদের বাড়ি কালিয়াচক থানার মজুমপুর এলাকায়।
মঙ্গলবার ধৃতদের ৪ দিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানায় পুলিশ।