ব্যোমকেশ রূপে ফের দেখা যাবে আবির চট্টোপাধ্যায় কে | এবারেও সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার | আর নতুন অজিত হিসেবে দেখা যাবে সুহোএ মুখোপাধ্যায়কে | এই ছবির মাধ্যমে চতুর্থবারের জন্য ব্যোমকেশ হাতে নিয়েছেন পরিচালক অরিন্দম শীল | এই প্রথম এসভিএফ ও ক্যামেলিয়া প্রোডাকসন্স যৌথভাবে কোন ছবি প্রযোজনা করতে চলেছে |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’