July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ব্যাংকের সামনে থেকে প্রাক্তন সেনাকর্মীর টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর

প্রকাশ্য দিবালোকে ব্যাংকের সামনে থেকে প্রাক্তন সেনাকর্মীর টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে।ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় প্রাক্তন সেনাকর্মী। এদিকে ঘটনার তদন্তে নেমে ২ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সাড়ে৬৫০ ইয়াবা ট্যাবলেট সহ একটি চোরাই মোটর বাইক। পুলিশি সূত্রে খবর ধৃতরা হলেন সবন কুমার যাদব,সুশীল কুমার যাদব,রাহুল যাদব। এদের সকলের বাড়ি বিহারের কঠীয়াৰ এলাকায়।ধৃতদের আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।জানা গেছে গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দা তথা প্রাক্তন সেনা কর্মী সত্যব্রত চক্রবর্তী ও তার স্ত্রী সোমবার গঙ্গারামপুর পৌরসভার সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা তুলতে আসে।  ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির ফেরার পথে পৌরসভার সামনে গাড়িতে ওঠার সময় বাইকে করে দুই দুষ্কৃতী প্রাক্তন সেনা কর্মীর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।  টাকার ব্যাগটি কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় প্রাক্তন সেনাকর্মী।ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার ওসি সমীর মন্ডল এএসআই প্রদীপ রাজবংশী সহ অন্যান্য পুলিশ কর্মী।পুলিশ গঙ্গারামপুর পৌরসভায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করে। এবং ঘটনার তদন্তে নেমে ২ঘন্টার মধ্যে গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে সেই সঙ্গে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৬৫০ ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই মোটর বাইক।


  এদিকে সোমবার পৌরসভার সামনে টাকা ছিনতায়ের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যাংকে আসা গ্রাহকদের নিরাপত্তা নিয়ে। যদিও পৌরসভা ও ব্যাংকে আসা সাধারণমানুষদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান পৌর প্রশাসক অমলেন্দু সরকার  বাইট অমলেন্দু সরকার |