নিজস্ব প্রতিনিধি, লক ডাউনের মাঝেই বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোনহাট এলাকায় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসারত অবস্থায় মারা যান ওই ব্যক্তি। মৃতের নাম বিমল রায়। পরিবার অভিযোগ খুন করা হয়েছে বিমল বাবুকে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বোল্লার গুরাপুকুর এলাকায় একটি পুকুরের পারে বিমলবাবুকে ক্ষতবিক্ষত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তড়িঘড়ি পরিবারকে খবর দেয় স্থানীয়রা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবারের লোকেরা। উদ্ধারের সময় জ্ঞান থাকায় তড়িঘড়ি উদ্ধার করে বিমলবাবুকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা সদর হাসপাতালে। তবে চিকিৎসারত অবস্থায় সকাল ন’টার দিকে তিনি বালুঘাট হাসপাতালে মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। বিমল বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা সহ তার পরিবারে।