
মালদা: বোলারো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু ।ঘটনাটি ঘটে গাজোলের মশাল দিঘী ও আহরা এলাকার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে জানা যায় বোলারো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা যাচ্ছিল অন্যদিকে একটি ডাম্পার মাল বোঝাই করে মালদা থেকে রায়গঞ্জ এর দিকে যাচ্ছিল মশাল দিঘী ও আহোড়ার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। বোলারো গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে মারা যান তিনজন আর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে একজনকে গাজল হসপিটালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে সে রাস্তায় মারা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ তারা উদ্ধার কাজে হাত লাগান। মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি তবে কোনো সরকারই অফিসের গাড়ি হবে বোঝা যায়।। অনেকের ধারণা কোন সরকারি আধিকারিক হবেন সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন।
More Stories
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন