নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা হওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন পড়তে হতো গ্রামের মানুষের, ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় অবশেষে রাস্তা অব রোধ করে বিক্ষোভের পথ বেছে নিলো গ্রাম বাসীরা, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের গোয়ালাপুকুর বাজার থেকে শীলাখালি পর্যন্ত রাস্তা বেহাল দশা বহুদিন ধরে, গ্রাম বাসীরা বারবার ব্লক প্রশাসনের কাছে লিখিত ভাবে জানিও কোন সুরাহা মিলেনি, অব শেষে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রাম বাসীরা, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ভগবানপুর থানার পুলিশ এসে আশ্বাস দেওয়ায় অব শেষে অবরোধ তুলে নেয় গ্রাম বাসীরা, তবে আগামী দিনে এই বেহাল রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় গ্রাম বাসীরা।