বেহাল রাস্তার দাবিতে ধান গাছের চারা লাগিয়ে লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 4নং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংতোর গ্রামের বাসিন্দারা রাস্তার মধ্যে ধানের গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখায় ও প্রতিবাদ। অতি শীঘ্র এই রাস্তা সংস্কার না করা যায় প্রশাসনের পক্ষ থেকে তাহলে বিধানসভা ভোটের আগে ভোট বয়কট করার চিন্তাভাবনা রয়েছে গ্রামবাসীদের ।
4 নাম্বার বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আরশেদ আলী জানান অভিযোগ এসেছে খুব শিগগিরই রাস্তা সংস্করণ করা হবে এ নিয়ে আলোচনা করা হয়েছে এখন দেখার বিষয় কত দিনের মধ্যে এ রাস্তা সংস্করণ হয় প্রশাসন পক্ষে না গ্রাম বাসি ভোট বয়কট করবে।