July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বেহাল দশা রাস্তার, প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

১৪ বছর ধরে গ্রামের তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে, কোনও বিধায়ক, সাংসদ বা পঞ্চায়েত কেউই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের শিশু থেকে ছাত্রছাত্রী, মহিলা সহ কয়েকশো বাসিন্দা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রামপঞ্চায়েতের ঘুঘুডাঙা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। বেহাল রাস্তা নতুন করে নির্মানের দাবিতে অনড় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করায় যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছে রায়গঞ্জ-মালদাগামী ৩৪ নম্বর জাতীয় সড়ক। অবরোধে আটকে পড়েছে বহু দূরপাল্লার পন্যবাহী লড়ি থেকে যাত্রীবাহী যানবাহন। আন্দোলনকারী স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রামের ওই তিন কিলোমিটার রাস্তা নতুন করে নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালাতে থাকবেন তারা।

রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামপঞ্চায়েতের ঘুঘুডাঙা থেকে জয়নগর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেহাল হয়ে পড়ে আছে। এরইমধ্যে বর্ষা শুরু হয়ে যাওয়ায় জল ও কাদায় ওই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা কমল রায় জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে ওই রাস্তার কোনও সংস্কার হয়নি। সম্পূর্ণ রাস্তাটি ভেঙেচুড়ে গিয়েছে। কোনও যানবাহন থেকে মোটরসাইকেল, সাইকেল এমনকি হেঁটেও চলা দায় হয়ে পড়েছে। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। স্থানীয় বিধায়ক থেকে সাংসদ, গ্রামপঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র গ্রামের মানুষেরা রাস্তাটি সংস্কার ও পুননির্মাণ করার জন্য দরবার করলেন কেউই তাদের কথা কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে সোমবার ঘুঘুডাঙা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় সড়ক অবরোধে শামিল হন সাত-আটটি গ্রামের শিশু, ছাত্রছাত্রী, মহিলা সহ স্থানীয় কয়েকশো গ্রামবাসী। আন্দোলনকারীদের দাবি ঘুঘুডাঙা থেকে জয়নগর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মান করে দেওয়ার প্রশাসনিক আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই জাতীয় সড়ক অবরোধ চলবে।