March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বেহালা পর্ণশ্রী তে একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

বেহালা পর্ণশ্রী থানার দ্বিজেন মুখার্জি রোডে একটি দোতলা বাড়িতে সাড়ে বারোটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় এলাকার লোকেরা একটি ব্লাস্ট এর শব্দ পেয়ে ছুটে আসে দেখে দাউদাউ করে জ্বলছে ঘরের ভিতর। তখন ঘরে বেষকয়েক জন আটকে ছিলো। তাদের কে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে সোমা মিত্র মা বয়স 68, কাকুলি মিত্র মেয়ে বয়স 44 মারা গেছে। ঘটনার স্থলে dmg ও দমকলী 2 ইঞ্জিন।এলাকায় আতঙ্ক।