বেহালা পর্ণশ্রী থানার দ্বিজেন মুখার্জি রোডে একটি দোতলা বাড়িতে সাড়ে বারোটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় এলাকার লোকেরা একটি ব্লাস্ট এর শব্দ পেয়ে ছুটে আসে দেখে দাউদাউ করে জ্বলছে ঘরের ভিতর। তখন ঘরে বেষকয়েক জন আটকে ছিলো। তাদের কে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে সোমা মিত্র মা বয়স 68, কাকুলি মিত্র মেয়ে বয়স 44 মারা গেছে। ঘটনার স্থলে dmg ও দমকলী 2 ইঞ্জিন।এলাকায় আতঙ্ক।